শিরোনাম
সাভারে ১০ টাকা কেজি চাল বিক্রি কর্মসূচি শুরু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ২০:২৬
সাভারে ১০ টাকা কেজি চাল বিক্রি কর্মসূচি শুরু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।



সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ১০ টাকা করে চাল বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।



সোমবার তেঁতুলঝোড়া এলাকার তিনশ’ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা করে চাল বিক্রি করা হয়। সপ্তাহে তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।


তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর বলেন, হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে বিক্রি করা চাল যাতে কেউ অসৎ উপায়ের মাধ্যমে কিনতে না পারে, সেজন্য আমি চাল বিক্রি কেন্দ্র সরেজমিনে তদারকি করছি। সরকারের এই উদ্যোগ যাতে সফল হয় সে চেষ্টা আমার থাকবে।



চাল বিক্রি কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।



বিবার্তা/শরিফুল/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com