
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে আহত করেছে কথিত প্রেমিক বদরুল। আহত খাদিজা বেগম নার্গিস (২৩) সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাদিজা বেগম নার্গিস সিলেট মহলিা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে। একইসাথে খাদিজাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ।
সিলেট নগরীর শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, খাদিজার সাথে বদরুলের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বদরুল ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়েছে।
বিবার্তা/খলিল/রয়েল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]