শিরোনাম
গ্রেফতার হওয়া চসিকের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:৫৪
গ্রেফতার হওয়া চসিকের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সোমবার বিকেলে চসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমান দুদকের মামলায় রবিবার গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।বাংলাদেশ স্থানীয় সরকার পরিষদ কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধিমালা ১৯৬৮ সনের ৩ (গ) ধারা অনুযায়ী অসদাচরণের অপরাধের অভিযোগে উক্ত আইনের ৯ ধারা মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বারক নং-০৫.০০.০০০০.২০১৬-১২৭৬ তারিখ: ০৩.১০.২০১৬ অফিস আদেশ মূলে চাকরি হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


উল্লেখ্য রবিবার সকালে কর্মস্থলে যাবার সময় সাইফুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেফতার করে আদালতে পাঠায় দুদক। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/রাজু/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com