শিরোনাম
যৌতুকের দাবিতে গৃহবধূকে বর্বর নির্যাতন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:৪৯
যৌতুকের দাবিতে গৃহবধূকে বর্বর নির্যাতন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সন্ধ্যা (২০) নামে গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে তার স্বামী। এ ঘটনায় সোমবার নির্যাতিতার বাবা হাফিজুল মণ্ডল দৌলতপুর থানায় জামাই বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ করেছেন।



নির্যাতিত গৃহবধূ ও তার পরিবার সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে বিপ্লব রবিবার রাতে সন্ধ্যাকে ঘরের ভেতর আটকে রেখে হাত, পা ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করে। এ সময় সিগারেটের আগুনে সন্ধ্যার শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দেয়া হয়।



নির্যাতনের কারণে সন্ধ্যা জ্ঞান হারিয়ে ফেললে স্বামী বিপ্লব তাকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যার বাবার বাড়ির লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।



বিবার্তা/শরীফুল/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com