
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসীর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার বেলা ১২টার দিকে দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে স্মাটকার্ড তুলে দেন সিইসি। এসময় স্মাট জাতীয় পরিচয়পত্র পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।
স্মাটকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ছিটমহলের অধিবাসীরা অনেক কষ্ট করেছেন। এজন্য নাগরিকত্ব প্রমাণের এই অনন্য দলিল আপনাদের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এটি আপনারা সযত্নে রাখবেন। নিজেদের চেষ্টায় আপনারা সুপ্রতিষ্ঠিত হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, এখন শুধু ভোটারদের স্মার্টকার্ড দেয়া হচ্ছে। এখন যাদের বয়স ১৮ নিচে ভবিষ্যতে যখন তারা ভোটার হবেন তখন তাদেরকেও পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ও মোহাম্মদ আবু হাফিজ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
বিবার্তা/আমিন/রয়েল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]