হাতিবান্ধায় আরজিনা খাতুন নামের একাদশ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় তার বাবা-মাসহ ৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-কনের বাবা আলাল বক্স (৪৭), মা মনোয়ারা বেগম (৩৮), চাচা রাজু মিয়া (২৪), চাচাতো ভাই জিল্লুর রহমান (২৮) ও মামাতো ভাই গোলাম কিবরিয়া বাবু (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, হাতিবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া বালাঘাট গ্রামের আলাল বক্সের মেয়ে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল। সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ নিয়ে হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আজিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরজিনার বাবা, চাচা, চাচাতো ভাই ও মামাতো ভাইকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মা মনোয়ারা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করেন।
হাতিবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে দণ্ডাদেশপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/সাজু/পলাশ/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]