শিরোনাম
ফুলবাড়ীর ধান ব্যবসায়ীর খোঁজ মেলেনি ১৭ দিনেও
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৮:৫২
ফুলবাড়ীর ধান ব্যবসায়ীর খোঁজ মেলেনি ১৭ দিনেও
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৭ দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি ধান ব্যবসায়ী আসাদুজ্জামান লাইফের। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন আসাদুজ্জামানের স্ত্রী সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আরা বেগম।


ধান ব্যবসায়ী আসাদুজ্জামান উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি পরিবার নিয়ে ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।


তার স্ত্রী জেসমিন বলেন, আসাদুজ্জামান একজন ধান ব্যবসায়ী। ধানের পাওনা টাকা আদায়ের জন্য গত ১৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ।


এই ঘটনায় ১৭ সেপ্টেম্বর জেসমিন ফুলবাড়ী থানায় নিখোঁজ জিডি করেছেন, যার নং-৬৫৭।


এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসন, র‌্যাব ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে তার মোবাইল ফোনটি ট্যাগ করেও লোকেশন খোঁজা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।


বিবার্তা/মেহেদী/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com