
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ফারুক হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলার হলহলিয়া খালের পাড় থেকে তাকে আটক করা হয়। ফারুক হোসেন উপজেলার পাকুড়িহাটা গ্রামের আফছার আলীর ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী জানান, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। সোমবার সকালে হলহলিয়া খালের পাড়ে গাঁজা বিক্রি করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]