শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মন্দির থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:৪০
ঠাকুরগাঁওয়ে মন্দির থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকাকুগাঁও কেন্দ্রীয় শ্মশান মন্দিরের ভেতর থেকে গোকুল নামে এক সাইকেল মেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাড়ে ৮টা দিকে লাশটি উদ্ধার করা হয়। গোকুল শহরের কলেজপাড়ার বাসিন্দা।


স্বজনদের অভিযোগ, রাতে গোকুল তার স্ত্রী গীতা এবং মেয়ে বিপাশার সাথে পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে সারারাত বাসায় ফিরেনি। সকালে তারা লোকমুখে গোকুলের মৃত্যুর খবর জানতে পারেন।


গোকুলের বড় ভাই বকুল জানান, তিনি শ্মশানের নৈশ্যপ্রহরির কাজ করেন। রবিবার রাত ১০টার পর থেকে সে সোমবার সকাল ৬টা পর্যন্ত শ্মশানেই ডিউটি অবস্থায় ছিল। এরমধ্যে বহিরাগত দর্শনার্থী কেউ শ্মশানে আসেনি। সে চলে যাওয়ার পর হয়তো এ ঘটনা হতে পারে।


এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই কমল কুমার জানান, গোকুলের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিলো। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় গীতা ও বিপাশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/বিধান/জেমি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com