
কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব। রবিবার রাতে পূর্ব ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
র্যাব সূত্র জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল পূর্ব ভেড়ামারা এলাকায় অভিযান চালায়। এসময় সৈকত জোয়াদ্দার সালুক (৩০), হাসানুজ্জামান বাবু (৩৫), হাসান আলী (৪০), হাপিজুর রহমান (৩৬) ও মোশারফ হোসেন (৩০) নামে পাঁচ ডাকাতকে একটি ওয়ান শুটার গান, দু’টি পিস্তুল, একটি হাসুয়া, একটি চাপাতি এবং তাদের ব্যবহৃত মোবাইলফোন ও মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বাড়ি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া ও পূর্ব ভেড়ামারায়।
বিবার্তা/শরীফুল/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]