
যশোরে একই পরিবারের ‘ছয় জঙ্গির’ মধ্যে তিনজন রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। তারা হলেন- শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা আব্দুল আজিজের তিন সন্তান তানজির ওরফে আশরাফুল, তানজিব আহমেদ এবং মাসুমা আক্তার। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ওই তিনজন আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে ১২টায় আত্মসমর্পণ করেন।’
পুলিশ জানায়, এ পরিবারের ছয় সদস্য জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। জঙ্গি সন্দেহে ধরিয়ে দেয়ার জন্য করা পোস্টারে তাদের ছবি ছাপানো হয়। আত্মসমর্পণ না করা বাকি তিন সদস্য হলেন- মাকসুদা, তার স্বামী শাকীর আহমেদ ও আত্মসমর্পণকারী মাসুমার স্বামী নাজমুল হাসান।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষে ১১ জনের নাম ও ঠিকানাসম্বলিত পোস্টার করা হয়। সরকারের দেয়া আইনগত সুবিধা পেতে তারা আত্মসমর্পণ করেছেন বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।
বিবার্তা/তুহিন/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]