ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে তারা।
এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে শহরের গীতাঞ্জলী সড়কের দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানসহ স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিবার্তা/কোরবান/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]