শিরোনাম
মেহেরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে খুন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৬
মেহেরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে খুন
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদা না পাওয়ায় মেহেরপুরের গাংনী পৌরসভায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রবিবার রাতে কুপিয়ে আহত করার পর রাজশাহী নেয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।



নিহত আবুল খায়ের (৩৫) গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র ইনসারুল হক ইনসুর ছোট ভাই।
নিহতের পরিবার জানায়, পৌরসভার পরিপাড়ার বাবু ওরফে কানা বাবু, আকছার হোসেন ও তার ছেলে রিপন হোসেনসহ ছয়-সাতজন আবুল খায়েরের কাছে চাঁদা দাবি করেছিলেন। এছাড়া তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল। এরই জেরে তাকে রবিবার রাত ৯টার দিকে থানাপাড়ায় নিজ বাড়ির কাছে কুপিয়ে জখম করা হয়।
ওসি বলেন, আবুল খায়েরকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহীর উদ্দেশে নেয়া হচ্ছিল। পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com