
সারা দেশে ন্যায় শেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ১৩ কলেজ, ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা, ৯৭টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষার আলোয় জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার করেন।
বিবার্তা/সানী/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]