বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ মো. মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু সিকদার (৪২) এবং মো. জাহাঙ্গীর হোসেন হেনা (৪০) নামে দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাতে নগরীর সদর রোডের মোহামেডান স্পোর্টিংক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নগরীর ব্রাউন কম্পাউণ্ড এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মনু এবং মেট্রোপলিটন বন্দর থানার চরকাউয়া এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে হেনা।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলালুজ্জামান জানান, ডিবি পুলিশের একটি দল নগরীর ১০নম্বর ওয়ার্ডে দক্ষিণ সদর রোডের মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অভিযান চালায়। এ সময় ৮৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় এসআই হেলাল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন বলে জানা গেছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]