
ঝিনাইদহের কালীগঞ্জে সোনিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিনটি শিশু জন্ম লাভ করে।
গৃহবধূ সোনিয়া ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের লোকমান লস্করের স্ত্রী।
লোকমান-সোনিয়া দম্পতির নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় সোনিয়ার প্রসব বেদনা শুরু হলে তাকে কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিনটি কন্যা শিশুর জন্ম দেন। একই সাথে তিনটি শিশু ভূমিষ্ট হওয়ায় লোকমান-সোনিয়া দম্পতিসহ তাদের আত্মীয়-স্বজনের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
জেনারেল হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানান, ইতোপূর্বে ওই গৃহবধূ দুইবার সিজার অপারেশন করে ১টি ছেলে ও ১টি মেয়ে শিশুর জন্ম দেন। তৃতীয়বার তার সিজার না করেই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন কন্যা শিশুর জন্ম হয়েছে। হাসপাতালে মা ও শিশু তিনটি সুস্থ রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/কোরবান/রয়েল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]