শিরোনাম
পুলিশ ক্যাম্পের পাশের বাড়িতে গরু চুরি
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৬:২২
পুলিশ ক্যাম্পের পাশের বাড়িতে গরু চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্প সংলগ্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ওই পুলিশ ক্যাম্পের সদস্যরাও পড়েছেন ইমেজ সংকটে।


রবিবার ভোর রাতে বংকিরা গ্রামের কৃষক আকাল মণ্ডলের গোয়াল ঘর থেকে ৫০ হাজার টাকা দামের গরুটি চুরি হয়।


কৃষক আকাল মণ্ডল জানান, তার বাড়িটি বংকিরা পুলিশ ক্যাম্প সংলগ্ন। শনিবার মধ্যরাত পর্যন্ত তিনি বংকিরা স্কুল মোড়ের দোকানে ছিলেন। বাড়ি এসে ঘুমানোর পর ভোরে দেখেন- তার গোয়ালের গরুটি নেই। গরুটির দাম ৪৫ থেকে ৫০ হাজার টাকা হবে বলেও জানান তিনি।


গ্রামবাসীরা জানায়, এর আগে বংকিরা পুলিশ ফাঁড়ির একশ গজ দূরের একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই গ্রামের কোমল চন্দ্র ঘোষের দোকানের টিনের চালা কেটে নগদ ১৫ হাজার টাকা ও ৮ ভরি সোনা চুরি করে নিয়ে যায়। ওই চুরির ঘটনাও এখনো রয়েছে রহস্যাবৃত। এখনো সোনা ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এছাড়া পুলিশ ক্যাম্পের পাশ থেকে ঝিনাইদহ পল্লী বিদ্যুতের দুইটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরেরা।


বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ক্যাম্পের পাশের বাড়ি থেকে গরু চুরি হওয়ায় তাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে। গরুটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


বিবার্তা/কোরবান/জেমি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com