সিলেটে কবির আহমদ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল ৮টায় বাড়ির আঙ্গিনায় খড়ের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।কবির আহমদ সদর উপজেলার মোগলগাঁওয়ের গালিমশাহ এলাকার মৃত আনছার আলীর ছেলে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে ঘুম থেকে ওঠে খড়ের ঘরে তীরের সঙ্গে কবিরের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক মহানগরীর জালালাবাদ থানা পুলিশকে জানান তারা।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, দুই ভাই-বোনের মধ্যে কবির ছিলো বড়। কিছুদিন আগে তার মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে মানসিকভাবে ভেঙে পরে সে। ধারণা করা হচ্ছে এ কারণে সে আত্মহত্যা করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাহাত/নাজিম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]