
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আমিন (৫৩) ও তার ছোট ভাই নাহিদ হাসান মিতুর (৩৪) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জগন্নাথপুর গ্রামের আজগর আলীর ছেলে। নুরুল আমিন উপজেলা ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ হাসান মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলে কাজ করতেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারক হোসেন জানান, সকালে নিজ ঘরে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন কনক। এসময় হঠাৎ তিনি বিদ্যুতায়িত হন। কনককে বাঁচাতে গিয়ে নুরুল আমিনও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়।
বিবার্তা/নাজিম/রাহাত
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]