শিরোনাম
শেরপুরে তথ্য জানার অধিকার দিবস পালিত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৫
শেরপুরে তথ্য জানার অধিকার দিবস পালিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।


সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি কোহিনুর রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানী/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com