শিরোনাম
খাগড়াছড়িতে ঈদ জামাত সম্পন্ন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৪
খাগড়াছড়িতে ঈদ জামাত সম্পন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম ও প্রধান এ জামাতে ইমামতি করেন মাওলানা মো. সালাউদ্দিন।



এতে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, পৌরসভার মেয়র রফিকুল আলমসহ রাজনীতিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



এছাড়া শহরের পুরাতন পুলিশ লাইনস মসজিদ, শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লাটিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



এছাড়াও জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ির বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।



বিবার্তা/নাজিম/লিয়ন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com