বর্ণাঢ্য আয়োজনে গুরুদাসপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৩
বর্ণাঢ্য আয়োজনে গুরুদাসপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলনবিল অধ্যুষিত মৎস্যভান্ডার খ্যাত নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে পুকুরে মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রতন চন্দ্র সাহার সভাপতিত্বে উপজেলা হলরুমে ওই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহাকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, বিএনপি নেতা ওমর আলী শেখ, সাংবাদিক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, চাষী কল্যাণ সমিতির নেতা মো. রাজা, সিহাব উদ্দিন প্রমুখ।


সবশেষে নিরাপদ মাছচাষে অবদান রাখায় চাষী ওমর ফারুক ও শিহাব উদ্দিন, ডায়মন্ড ফিড কেয়ারের আবুল কালাম আজাদ, মাইল্স অ্যাগ্রো ফিডের আলতাব হোসেন এবং এনডিপির লাহু মিয়াকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com