
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদে নতুন নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শ্রমিক হলেন- জাঙ্গালিয়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জনাব মন্ডলের ছেলে যদু মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া এলাকার একটি মসজিদে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর বিকেল সাড়ে চারটার দিকে মোশারফ ও যদু ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা। বিষয়টি অন্য শ্রমিকেরা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. রহিজ উদ্দিন বলেন, আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে সেখান থেকে তাদের দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]