তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৪:২৪
তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমবায় অধিদফতর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় সাতক্ষীরা তালায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় গঠিত সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতি সদস্যকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।


মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার এবং তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ।


প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুন্নবী বলেন, গরু পালনে লাভবান হতে হলে গরুকে সন্তানের মতো যত্ন করতে হবে। গরুর খাদ্য নিজে প্রস্তুত করলে খরচ কমে এবং লাভ বেশি হয়। সমিতির মাধ্যমে গরু পালন করলে আরও লাভবান হওয়া যায়। এজন্য সমিতির নিয়মকানুন মেনে চলা জরুরি। কোনো সমস্যা হলে সমবায় অফিস বা প্রাণিসম্পদ অফিসে দ্রুত যোগাযোগ করতে হবে।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com