চাঁদা না দেওয়ায় পরিষদের ভেতর প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০০:১৬
চাঁদা না দেওয়ায় পরিষদের ভেতর প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান (৩৮) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।


আহত হাবিবুর রহমান শহীদওয়াবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান বলেন,মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় আল আমিন শেখসহ কয়েকজন সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকার করার সকালে পরিষদের ভেতরে প্রবেশ করে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে হামলা করে।


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবির বিষয় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com