
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেনস্বাস্থ্য সহকারীরা। এতে আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের দাবিগুলো মেনে না নিলে ১ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার প্রায় দুই শতাধিক জনস্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক বজলার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক ফইজুল ইসলাম,সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী জেসমিন নাহার লাকি, হরিপুর উপজেলা স্বাস্থ্য সহকারী রেহেনা পারভীনসহ অনেকে।
বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/ সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাদের দাবি আগামী ৩০ আগস্টের মধ্যে মেনে না নিলে পরবর্তীতে পহেলা সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিবার্তা/বিধান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]