মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ঢুকছে উজানের পানি : ফের বন্যার আশঙ্কা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২৩:৩২
মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ঢুকছে উজানের পানি : ফের বন্যার আশঙ্কা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।


অতিবৃষ্টিতে ফেনী শহরের বেশির ভাগ সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার সব নদীরগুলোর পানি।


ইতোমধ্যে মুহুরী ও সিলোনিয়া দুটি নদীর ১১ টি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। জেলার নিচু এলাকার বাসিন্দারা গত বছরের মতো এবারও বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। জেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু প্রস্তুতি নিয়েছে।


ফেনীর আবহাওয়া দপ্তর ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।


টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা ছয়টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ নদীতে পানি বিপৎসীমা ১২ দশমিক ৫৫ সেন্টিমিটার। নদীর পানি বাড়ায় মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিকেলে সীমান্তবর্তী পরশুরাম উপজেলার পশ্চিম গদানগর এলাকায় সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে নদীর পানি। এর আগে, সকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীরপাড় সংলগ্ন সড়ক ভেঙে দুটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


স্থানীয়দের দাবি, সিলোনিয়া নদীর অন্তত ৯টি স্থানে ও মুহুরী নদীর ২টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে উজানের পানি ঢুকছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে। ২৪এর আগস্টের ন্যায় ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।


ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর আশপাশের এলাকা ও নিম্নাঞ্চলে নদীর পানি ঢুকতে শুরু করেছে। যেকোনো সময় মুহুরী নদীর বেড়িবাঁধের একাধিক স্থান ভেঙে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে সীমান্তবর্তী মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে মুহুরী নদীর দুটি ও সিলোনিয়া নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।


ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিগত ৭ ঘণ্টায় নদীতে ৫০০ সেন্টিমিটারের ওপর পানি বেড়েছে। বাঁধের ভাঙন রোধে তৎপর রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়মিত নদীর পানি ও বাঁধগুলো তদারকি করা হচ্ছে।


ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা ছয়টার দিকে তিনি ফুলগাজীর নদীভাঙন এলাকা পরিদর্শন করছেন। মুহুরী ও সিলোনিয়া নদীতে পানি বাড়তে থাকায় জেলা প্রশাসন থেকে তদারক করা হচ্ছে। সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয় হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com