গৌরীপুরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২০:৫১
গৌরীপুরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে উত্তম কৃষি চর্চা ও কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’।


মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় গৌরীপুর উপজেলায় ৭০টি পার্টনার ফিল্ড স্কুল (PFS) স্থাপন করা হবে। ইতোমধ্যে ৩২টি স্কুলে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠ দিবস, ওরিয়েন্টেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন করা হচ্ছে।


কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা ড. সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমসহ অন্যান্যরা।


মনিটরিং কর্মকর্তা বলেন, “দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও এখন প্রয়োজন নিরাপদ, পুষ্টিকর খাদ্য উৎপাদন। এ লক্ষ্যে কৃষকদের সংগঠিত করে দল গঠন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের ৩ লাখ হেক্টর জমিতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”


তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ২ লাখ হেক্টর ধানের জমিতে নতুন জাত সংস্থাপন, আরও ২ লাখ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানাশস্য চাষ, ২ কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান, কৃষি পণ্যের সরবরাহব্যবস্থা উন্নয়ন, এবং মাটি, পানি ও শস্যের স্বাস্থ্য সুরক্ষায় ৬টি ল্যাব স্থাপন ও একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।


উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, “ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে।”


জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা বলেন, “জনসংখ্যা বাড়ছে, জমি কমছে—এই বাস্তবতায় মাঠ পর্যায়ে নিরাপদ, পুষ্টিকর ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদনের বিকল্প নেই। এজন্য যারা ইতোমধ্যে PFS প্রশিক্ষণ পেয়েছেন, তাদের মাধ্যমে বাকি কৃষকদের উন্নত প্রশিক্ষণে সংযুক্ত করতে হবে।”


কংগ্রেসে অংশগ্রহণকারী বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু উৎপাদন নয়, কৃষিকে একটি পেশা ও উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com