
দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে মেয়ে নিহত এবং গুরুতর আহত হয়েছে মা।
বুধবার (২১ মে) দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে উঠোন থেকে ধান তোলার সময় হতাহতের ওই ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে মহাদেব চন্দ্র রায়ের বাড়ি উঠোনে মাড়াই করা ধান শুকানোর সময় দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা মেয়ে। এসময় তাদের উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে মেয়ে জয়শ্রী রায় (১১) মারা যায়। গুরুতর আহত হয়েছে শিশুটির মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]