
পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার আট ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২১ মে) তিতাস গ্যাস কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।ৎ
এতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (২২ মে) গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জের দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সোনারগাঁও পৌর এলাকার বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০টা থেকে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]