
নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯মে) সকাল সাড়ে ৭টার দিকে সারুলিয় রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের মরদেহ তাদের হেফাজতে নেয়। তবে এখন ও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]