
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি একবছরের জন্য ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা: নুর মহল আক্তার বানু।
সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সার্চ কমিটির সদস্য-সচিব , কৗলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়। ১৮ মে সাদা দলের সার্চ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্চ কমিটির সভায় নতুন এই কমিটি আজ ঘোষণা করা হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সদস্যরা হলেন: সহ সভাপতি কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার, অ্যাগ্রিকালচার বোটানী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফ।যুগ্ম কোষাধ্যক্ষ কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুলাহেল বাকী। যুগ্ম সাংগঠনিক সম্পাদক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. খাদিজা আক্তার। প্রচার সম্পাদক উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হুমায়ুন কবির। যুগ্ম প্রচার সম্পাদক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. মিজানুর রহমান।
কমিটির সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রজব আলী,প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. নুরউদ্দীন মিয়া। উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ, এম. আমিনুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম,প্রফেসর ড. মো. আব্দুর রহিম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।
বিবার্তা/ফাহিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]