
নাটোরের গুরুদাসপুরে ভুটভুটির চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম সাজু (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। উপজেলার পাটপাড়া হাজীবাজার সড়কে শনিবার (১৭ মে) দুপুরে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বনপাড়ার দিক থেকে গুরুদাসপুরে আসছিল ব্যাটারি বহনকারী ওই ভুটভুটি। পাটপাড়ার হাজীবাজার সড়কে ওভারটেক করতে গিয়ে ভুটভুটির চাকার নিচে পিষ্ঠ হন মোটরসাইকেল আরোহী সাজু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাজু উপজেলার উত্তরনাড়িবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী ঘাতক ভুটভুটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক।
স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম ও তার স্বামী খোকন খান বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]