
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা, চুরিসহ ১৪টি মামলার আসামি শাকিল (২৭) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের করঞ্জি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গাজিপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টাসহ চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের গাড়িটি ওই এলাকায় পৌঁছালে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়।
এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সাথে গ্রেপ্তার শাকিলের জড়িত থাকার প্রমান পাওয়ায় পর তখন থেকে তাকে খুঁজছিল পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার শাকিল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া সে থানার মুলতবি ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
তিনি আরও বলেন, শাকিলের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দলটি গাজিপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। প্রথমে দলের সদস্যরা ডাকাতির জন্য সেই জায়গা রেকি করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল,ট্রাক,বাসের যাত্রীদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার (১৮ মে) আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]