
পঞ্চগড়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় আন্দোলনকারীরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান'সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান।
বক্তারা বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর মাসদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকিকরণ হয়। কিন্তু অদ্যবধি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় না হওয়ায় বিচার বিভাগ পৃথকিকরণের উদ্দেশ্যে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিচার কার্যে সরাসরি নিয়োজিত আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারী গণকে সরকারের নিয়ন্ত্রণে রেখে স্বাধীনভাবে বিচারকার্য সম্পূর্ণ করা সম্ভব নয়।
তারা তাদের উপযুক্ত দাবি অবিলম্বে বাস্তবায়ন করে দীর্ঘদিনের সৃষ্ট বৈষম্য দূর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন পলাশ, সাধারণ সম্পাদক আল-আমীন, মহিলা বিষয়ক সম্পাদক রিমা পারভীন সহ আদালতে কর্মরত প্রায় ১২৩জন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]