আশুলিয়ায় আ’লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৩:১৪
আশুলিয়ায় আ’লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দুই দিন পর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।


বুধবার (৩০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।


এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের চিলগাছি গ্রামের মো. ইয়েছি নারীর ছেলে ইব্রাহিম (১৮) থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), আশুলিয়ার ভাদাইল পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), ভাদাইলের প্রবলেমটাকে এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ভাদাইলের পবনারটেক উত্তপাড়া এলাকার মো. মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)। তারা সবাই ভাদাইল এলাকা ভাড়া থাকত।


খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০ জন ব্যক্তি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করেন। ২৭ এপ্রিল (রোববার) মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। সেই ভিডিওতে দেখা যায় দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। আওয়ামী লীগের ব্যানার ৪ জন ধরে স্লোগান দিচ্ছিলেন, তাদের পিছনে আরও ৪ জনকে দেখতে পাওয়া যায়।


পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য স্বৈরাচার সরকার শেখ হাসিনার পক্ষে সড়কে মিছিল করেন কয়েকজন। পরে তাদের চিহ্নিত করে গতকাল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com