
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’-এর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত নয়—তারা কেবলই সন্ত্রাসী। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ ঠেকানো যাবে না। তারা দ্রুত হামলার ঘটনায় জড়িত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী, কাইয়ুম মিয়াসহ অন্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরের মির্জাপুর এলাকায় মাইনুদ্দিন রুবেলের ওপর হামলা চালানো হয়। তিনি দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জেলা প্রতিনিধি। হামলার পর তিনি লিটন মুন্সী, কাইয়ুমসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।
তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]