
জামালপুর জিলবাংলা সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গুডাউন ইনচার্জ আব্দুর রহিমের বিরুদ্ধে আখচাষী ঋণী কৃষকদের মাঝে নিম্নমানের সার ও ভেজাল কীটনাশক বিতরণ করার অভিযোগ উঠেছে।
আখ চাষী ঋণী কৃষকদের মাঝে ভেজাল কীটনাশক দেওয়ার অভিযোগে সোমবার জিলবাংলা সুগার মিল মাঠ প্রাঙ্গণে সার বিতরণ কার্যক্রমে সরেজমিনে গেলে সার নিতে আসা ভোক্তভোগী জিলবাংলা সুগার মিলের আখ চাষী ঋণী কৃষকরা অভিযোগ করেন, সারের সংকট দেখিয়ে সুগার মিল থেকে তাদের জমে যাওয়া ওজনে কম ইউরিয়া সার দেওয়া হচ্ছে। এই সার দিলে আখ খেতের কোন কাজে আসবে না। এছাড়াও ইউজেন্ট-০.৩ জিআর কিটনাষকে সাথে পটাশ মিশ্রন করে তাদের ভেজার ইউজেন্ট কিটনাষক দেওয়া হয়েছে।
চাষীরা স্বস্ব ইউনিট থেকে ভাওচার নিয়ে ১মাস আগে ভাওচার জমা দিলেও যথা সময়ে সার পাচ্ছে না। কৃষক সার নিতে এসে হয়রানি শিকার হচ্ছে। গুডাউনে সার থাকলেও কৃষকদের জমে যাওয়া ইউরিয়া সার দেওয়া হচ্ছে বলে কৃষকদের অভিযোগ । কিছু কৃষক নিরুপায় হয়ে জমানো ইউরিয়া বস্তার সার নিলেও এই নিয়ে কৃষকের মাঝে আখ চাষে অনিহা ও ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে অভিযুক্ত জিলবাংলা সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গুডাউন ইনচার্জ আব্দুর রহিমের সাথে কথা হলে তারা এব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।
ভোক্তভোগী কৃষকরা নিম্নমানের ভেজাল সার বিতরণ বিষয়ে সঠিক তদন্ত পূর্বক অভিযুক্ত সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গুডাউন ইনচার্জ আব্দুর রহিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]