
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ গতকাল সোমবার এই কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের মতো ব্রাহ্মণবাড়িয়ায় ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ শুরু হয়।
শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেন। তাঁরা সবাইকে বের করে পরে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]