
কক্সবাজারের টেকনাফে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় এজাহার মিয়া (৬২) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত কিছু দিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে এক বৃদ্ধের অশালীন ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে এজাহার মিয়াকে সনাক্ত করা হয়। পরবর্তীতে বাজার কমিটির লোকজন গিয়ে তাকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলেন।
তিনি বলেন, ২৮ এপ্রিল সকাল ১০টায় নয়াপাড়া বাজারে এজাহার মিয়ার দোকানে স্কুলপড়ুয়া এই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময় ইমাম শরীফ নামে একজন এজাহার মিয়াকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পান। পরে উপস্থিত লোকজনের সামনে স্কুলছাত্রী ঘটনার বর্ণনা দেয়। সে জানায়, এজাহার মিয়া? তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানে নিয়ে এসেছে এবং তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। এজাহার মিয়াও জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন।
ওসি বলেন, এজাহার মিয়া আগেও খাবারের লোভ দেখিয়ে দোকানে এনে বিভিন্ন মেয়েদের এনে অসামাজিক কর্মকাণ্ড করেছে বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ২৯ এপ্রিল ইমাম শরীফ নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সাবরাং নয়াপাড়া বাজার থেকে আসামি এজাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
বিবার্তা/ফরহাদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]