মহেশপুর সীমান্তে বাংলাদেশি নিহত, নিশ্চিত না বিজিবি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২২:১৩
মহেশপুর সীমান্তে বাংলাদেশি নিহত, নিশ্চিত না বিজিবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ওপারে এক জনের লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী।


রবিবার (২৭ এপ্রিল) সকালে মাঠে কাজ করতে গেলে কৃষকরা লাশটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের ওবায়দুলের পরিবারের অভিযোগ লাশটি বাংলাদেশি। তাকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে।


তবে ৫৮ বিজিবি কমান্ডার জানান, ভারতের ২শ গজ অভ্যন্তরে একটি লাশ পড়ে এমন খবর শুনেছেন তারা । তবে লাশটি বাংলাদেশী নাকি ভারতীয় তা এখনই বলা যাচ্ছে না।


মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুর গ্রামের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)। তিনি পেশায় একজন কৃষক । তিনি গতকাল রাতে বের হয়ে এখনও বাড়ী ফেরেননি বলে জানান পরিবারের সদস্যরা।


স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে রবিবার সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।


মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের লাশ পড়ে আছে এমন খবর জানি । তবে লাশটি বাংলাদেশী কারো নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ।


মহেশপুর ৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার (সিও) কর্নেল রফিক জানান, শুনেছি ভারতের ২শ গজ অভ্যন্তরে একটি লাশ পড়ে আছে । ভরাতীয় কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারি , ভারতীয় পুলিশ আসছে লাশটি নিতে । এরপর যাচাই বাছাইয়ের পর জানা যাবে লাশটি বাংলাদেশী নাকি ভরাতীয় । তবে এখনও এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না ।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com