
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক বজ্রপাতের আঘাতে নারীসহ ৭ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় এ বজ্রপাতের ঘটনার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার জমির হোসেন ছেলে টলি শ্রমিক রাশেদুল ইসলাম (২০) আমির উদ্দিন ছেলে আরিফুর ইসলাম (১৭)।
স্থানীয়রা জানান, বাঁশের মুড়া টলিতে করে নিয়ে হাতীবান্ধা থেকে কালীগঞ্জ ফিরছিলেন চালকসহ ৫ জন শ্রমিক। উপজেলা সদরের পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতের আঘাতে ৫জন শ্রমিক আহত হন। আহতদের তিনজন মৃদু আঘাত পেলেও দুইজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝারি আঘাত প্রাপ্ত রাশেদুল ও আরিফুল ইসলামকে ভর্তি করা হয় এবং মৃদু আঘাত প্রাপ্ত তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।
অপরদিকে একই সময় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলন বাজার এলাকায় বজ্রপাতের আঘাতে বাড়িতে কাজ করা অবস্থায় দুইজন নারী আহত হয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করেছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিরণময় বর্মন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]