আরেক ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলামের বাবা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৬
আরেক ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলামের বাবা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির বলেন, আগস্টে আন্দোলনের পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ।


শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমির হল রুমে নতুন দল এনসিপির প্রথম পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরোও বলেন, আগস্টে আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ। আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল ক্ষমতা না জনতা, জনতা, জনতা। আমরা ক্ষমতার জন্য দল করিনি, দেশ ও জনগণের সেবার জন্য দল করে জনতার কাতারেই থাকতে চাই। আমাদের দেশে তো নির্বাচন হয় না। নির্বাচনে তো ভোটের প্রতিফলন হয়নি। আর নির্বাচন যখন হয়, তখন দেশের জনগণ কিন্তু মার্কা দেখে ভোট দেয়। জনগণকে অনুরোধ করবো মার্কা দেখে নয়, দলের কাজ দেখে যেন ভোট দেন।


এনসিপি নড়াইল জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম- আহ্বায়ক তানজিল আহমেদ, কমিটি উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান,নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন নড়াইলের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদি প্রমুখ।


উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নতুন দল গঠনের পর নড়াইলে প্রথম জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হলো।


পরে শনিবার সন্ধ্যা রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com