আল-আবরার হজ ও ওমরা কাফেলার উদ্যোগে
ব্রাহ্মণবাড়িয়ায় হাজী সম্মেলন ও হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০০:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় হাজী সম্মেলন ও হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আবরার হজ ও ওমরা কাফেলার উদ্যোগে হাজী সম্মেলন ও হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে আল-আবরার হজ ও ওমরা কাফেলার পরিচালক ও হজ মুয়াল্লিম কারী হাফেজ আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল।


মোগড়া তালিম ও সুন্না মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হোযাইফা শাহীন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক, মাওঃ মুফতী হেদায়েত উল্লাহ সিরাজী, মাওঃ সগীর আহমেদ, মাওঃ সাইফুল ইসলাম, মুফতী বেলায়েত হোসেন প্রমুখ।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল পবিত্র হজ পালনের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৪০ জন হজযাত্রী অংশগ্রহন করেন। পরে বিগত সময়ে হজ পালন করা হাজীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।


উল্লেখ্য, আগামী ৪ মে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা হজ যাত্রার উদ্দেশ্যে রওনা হবেন।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com