
শত্রুতা করে রাজবাড়ীর পাংশা উপজেলার এক কৃষি উদ্যোক্তার প্রায় ৪শ উচ্চ ফলনশীল জাতের পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরা মারা গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা যুবক সালাউদ্দিন আহম্মেদ হিরক পারডেমরা মারা গ্রামের আলী আহম্মদ মৃধার ছেলে। এ দিকে ফল-ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ পড়ালেখা শেষে চাকরির পেছনে না ছুটে যুবক সালাউদ্দিন আহম্মেদ হিরক কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নেন। তিন বছর আগে বাবার ১৫ একর জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তোলেন। এর মধ্যে ৫ একর জমিতে ছিল প্রায় ৪০০ পেঁপে, ১০০ পেয়ারা এবং ১০০ আম গাছ।
ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন আহম্মেদ হিরক জানান, রাতে দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে দিয়ে গেছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।
তিনি বলেন, আমার বাবা মা সহ পরিবারের বেশিরভাগ মানুষ বিদেশে বসবাস করে। আমার দেশের টানে গ্রামেই রয়ে গেছি।গ্রামে কিছু করার উদ্দেশ্যে কৃষি কাজ বেছে নিয়েছি।আমার এই প্রজেক্টে সারা বছর ৫ জন বেতন ভুক্ত লোক আছে। এছাড়াও বিশেষ বিশেষ সময় আরও বেশি শ্রমিক থাকে। আমি এলাকার দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আর সেই আমাকেই মানুষ ক্ষতিগ্রস্ত করলো। আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, পুরো খামারটি ১৫ একর জমির উপর গড়ে ওঠা হলেও ২ বিঘা জমির পেঁপে গাছ ও কিছু ফলের গাছ কেটে ফেলা হয়েছে। আমরা উপজেলা প্রশাসনসহ ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]