
বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল, শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্জু প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বক্তাগণ দেশের সমসাময়িক রাজনীতির পরিস্থিতি ও দলের করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। সভায় জনাব নাজমুল হক প্রধান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে অমল চন্দ্রের বাসায় হামলা ভাঞচুর ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তিনি ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার নিন্দা জানান, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।
সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহসভাপতি নাজিমউদ্দীন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্টু, তেতুলিয়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, আটোয়ারী সভাপতি আনছার আলী মিঠুনসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী মহান মে দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১ মে বিকাল ৩টায় বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা ও জাতীয় শ্রমিক জোটের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করাব সিদ্ধান্ত গৃহীত হয়।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]