
রাজশাহীর পবা থানার শিরোলিয়া এলাকা থেকে ২১৪ বোতল অ্যালকোহলসহ মো. আলাউদ্দিন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি রাজশাহী মহানগরের পঞ্চবটি এলাকার বাসিন্দা।
র্যাবের রাজশাহী সদর কোম্পানির একটি দল শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]