
ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মার্চ/২০২৫ মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন সভা শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সভাকক্ষে গত ২২ এপ্রিল অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের মার্চ/২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পরিসংখ্যানের ভিত্তিতে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসাবে নির্বাচিত হন।
কর্মমূল্যায়নের ধরন ছিল মামলা নিষ্পত্তি-১৮৭, ক্লু-লেস মামলা নিষ্পত্তি-২০, সিআর মামলার নিষ্পত্তি-৪১, মোট ওয়ারেন্ট নিষ্পত্তি-৫৭৩, জিআর তামিল-৬০, জিআর রিকল-১৮০, সিআর তামিল-১১০, সিআর রিকল-১৪৩, সাজা তামিল-৪৪, সাজা রিকল-৩৬, হেরোইন-১২ গ্রাম, ফেন্সিডিল-১৪৩৪ বোতল, গাঁজা-১৪ কেজি ৫৫৫ গ্রাম, ইয়াবা-৮৭৩ পিস, বিদেশী মদ-৮০ বোতল, দেশী মদ-৪৭ লিটার, অন্যান্য উদ্ধার-২১৮৭, ভিকটিম উদ্ধার -২৩ জন, ৯৯৯ নিষ্পত্তি-৩৪২, নিয়মিত মামলার আসামী গ্রেফতার-৩২৭ জন, বিট ভিজিট-২২ টি। এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল হিসাবে জামালপুর (সদর সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জামালপুরে যোগদানের পর হতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]