নৌ-ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৫২
নৌ-ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারী- রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ নিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির।


গ্রেপ্তার আসামির নাম মধু মিয়া (৩২)। তিনি ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, চিলমারী মডেল থানায় মামলা নং-০২(০২)২৫ ধারা-৩৯৫/৩৯৭পেনাল কোড ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রাপ্ত আসামি মধু মিয়া কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আইসি ইমতিয়াজ কবির জানান, নৌডাকাতির মামলায় জবানবন্দি প্রাপ্ত আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


এর আগে, চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। এরপ্রেক্ষিতে মধু মিয়া সহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।


বিবার্তা/রাফি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com