চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি : সভাপতি মশিউর, সাধারণ সম্পাদক জেম হোস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৮
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি : সভাপতি মশিউর, সাধারণ সম্পাদক জেম হোস
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল, শনিবার উপদেষ্টামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।


নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান , সাধারণ সম্পাদক জেম হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,অর্থ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।


নবনির্বাচিত সভাপতি মসিউর রহমান বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন (CBDF) ২০২৫-২৬ কেন্দ্রীয় কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২২ সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৬ হাজার ১২৫ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।


তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি। এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com